ঢাকা      বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

আমু ও সাদিকের বাড়িতে বুলডোজার চালালো ছাত্র-জনতা

IMG
06 February 2025, 3:57 PM

বরিশাল, বাংলাদেশ গ্লোবাল: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি সাদিক আব্দুল্লাহর বাসভবনে ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বুধবার দিবাগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক কর্মী বরিশালের কালীবাড়ি রোডে অবস্থিত সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার চেষ্টা করেন।

তবে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্র-জনতাকে সাময়িক নিবৃত করতে সক্ষম হন। কিন্তু রাত দেড়টার দিকে আবারও ভবনের কিছু অংশ ভাঙতে শুরু করে ছাত্র-জনতা। তারা শ্লোগান দিতে থাকেন 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?'। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভবনটিতে ভাঙচুর ও বুলডোজার দিয়ে একাধিকবার ভবনের নিচের অংশে আঘাত করেন। এতে ভবনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাড়িতেও। ছাত্র-জনতা বুলডোজার দিয়ে তার বাড়িটি গুড়িয়ে দেয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন