ঢাকা      বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

সৌদি আরব ভ্রমণে মেনিনজাইটিস টিকার প্রয়োজন নেই

IMG
06 February 2025, 10:49 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকার আবশ্যকতা নেই। সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে টিকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। সৌদি সরকারের সিভিল এভিয়েশন অথরিটি আজ বৃহস্পতিবার সৌদি আরবে চলাচলকারী বিভিন্ন দেশের বিমান কর্তৃপক্ষকে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে এক পত্রের মাধ্যমে নিশ্চিত করেছে।

এ বিষয়ে জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার এনায়েত হোসেন সরকারের সঙ্গে কথা বললে তিনি সৌদি সরকারের প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেন। এতে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকার যে বাধ্যকতা ছিল তা অকার্যকর হয়ে যাবে বলে তিনি জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন