ঢাকা      বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

রাজধানীতে হঠাৎ পানির সংকট

IMG
08 February 2025, 11:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর পুরান ঢাকায় হঠাৎ দেখা দিয়েছে পানি সংকট। এর মধ্যে হাজারীবাগ, লালবাগ, নিউ পল্টনের কয়েকটি এলাকায় একটু বেশি। তবে কিছু জায়গায় এই সমস্যার সমাধান হলেও এখনও অনেক জায়গায় পানির সংকটে ভুগছেন নগরীর বাসিন্দারা। তবে ঢাকা ওয়াসা বলছে, রাজধানীতে কোথাও পানির সংকট নেই। এলাকাভিত্তিক সাময়িক সমস্যা হতে পারে। সেটাও ১০- ১৫ দিনের মধ্যে সমাধান হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, হাজারীবাগ, আজিমপুরসহ আশপাশের কিছু এলাকায় ওয়াসার পানির সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ওয়াসার গ্রাহকেরা পানির সমস্যার অভিযোগ নিয়ে স্থানীয় পানির পাম্পগুলোতে জোড়ো হতে দেখা যায়। হাজারীবাগ এলাকার এক বাসিন্দা শাহদাত আহমেদ রোহান সাংবাদিকদের জানান, গত ১০ দিন ধরে পানির সমস্যা সহ্য করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মোহাম্মদপুরে আত্মীয়দের বাসায় যেয়ে গোসল করে আসতে হচ্ছে।

ঢাকা ওয়াসার মডস জোন-২–এর উপ-সহকারী প্রকৌশলী রোকেয়া বেগম জানান, ‘হাজারীবাগ, লালবাগসহ কিছু এলাকায় ওয়াসার পানির উত্তোলনের পরিমাণ বৃদ্ধিতে পাম্পগুলোতে কাজ চলছে। তবে পানির সরবরাহ গতি কম। কিন্তু পানি সরবরাহ অব্যাহত রয়েছে।’

এদিকে, লালবাগ এলাকার আয়েশা আফিফা নামের একজন বাসিন্দা ওয়াসার পানির সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত এক সপ্তাহ ধরে পানি পাচ্ছি না বাসায়। প্রতিদিনই এলাকার পানির পাম্প (বিজিবি- ২) গিয়ে অভিযোগ দিয়ে আসি পানি পাচ্ছি না এই বলে। কিন্তু কোন সমাধান পাচ্ছি না। পাম্পে অভিযোগ নিয়ে গেলে জানায়- এই সমস্যা কবে ঠিক হবে পাম্পের লোকও জানে না।

ঢাকা ওয়াসার মডস জোন-২–এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘এমন সমস্যার অভিযোগ এখনও পর্যন্ত আমার কাছে আসেনি, এখনই জানতে পারলাম। বিষয়টি আমি সরেজমিনে খবর নিচ্ছি।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন