ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা, যা চলতি বছরে সর্বোচ্চ। পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারাদিনে ৫১৯ কোটি টাকার শেয়ার এবং লেনদেন হয়েছে। এই প্রথম ২০২৫ সালে লেনদেন ৫০০ কোটি ছাড়াল।
এর আগে ২১ জানুয়ারি সর্বোচ্চ ৪৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে। একদিনের হিসাবে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা।
লেনদেনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপ বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম। ক্যাটাগরির হিসাবে ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ১২০, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।
‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৪৭, কমেছে ২৪ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৪৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। ১৯ কোম্পানির দামে আসেনি কোনো পরিবর্তন। দাম বেড়েছে ১০ এবং কমেছে ৮ কোম্পানির।
সারাদিনে ব্লক মার্কেটে ২৯ কোম্পানির শেয়ার বেচাকেনা হয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ লাখ শেয়ার ৩৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। এসিআই লিমিটেড সর্বোচ্চ ২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে লেনদেনের শীর্ষে আছে এম এল ডায়িং লিমিটেড। অন্যদিকে ৪ দশমিক ১৩ শতাংশ দাম হারিয়ে তলানিতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
সূচক বেড়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। লেনদেন হওয়া ২২২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
একদিনে সিএসইতে মোট ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধিতে শীর্ষে আছে সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে ৯ দশমিক ৮৫ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com