ঢাকা      বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

নির্বাচনের সময়সীমার সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার : ইউএনডিপি প্রতিনিধি

IMG
11 February 2025, 7:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করছে কিন্তু নির্বাচনের সময়সীমার বিষয়ে তাদের কিছুই করার নেই। সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

আজ রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ১৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি, আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে, যা আমাদের আকাঙ্ক্ষা। নির্বাচনের সময়ের বিষয় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।'

নির্বাচনের কোনো বাধা ও চ্যালেঞ্জ রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার মন্তব্য বিষয় নয়।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন