ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

অস্ট্রেলিয়ায় আঘাত হানছে ‘ঘূর্ণিঝড় আলফ্রেড’

IMG
08 March 2025, 12:09 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বড় ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আপাতত প্রবল শক্তি সঞ্চয় করে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে বিরল এই ঘূর্ণিঝড় আলফ্রেড।

আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বিবিসি জানায়, ২ ক্যাটাগরি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে শনিবার সকালে কুইন্সল্যান্ডের সানশাইন ও গোল্ড উপকূল এবং অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তর শহর ব্রিসবেনে আঘাত হানতে পারে। ঘটাতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ।

পূর্বপ্রস্তুতি হিসেবে এরই মধ্যে উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ৮৪ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা সপ্তাহজুড়ে আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস মিলিয়ে প্রায় ৪০ লাখ মানুষ ঝড়ের কবলে পড়ার আশঙ্কার মধ্যে আছে। কুইন্সল্যান্ড ঘূর্ণিঝড়ের জন্য পরিচিত হলেও দক্ষিণে শক্তিশালী ঝড় খুবই বিরল।

আবহাওয়া দফতর জানিয়েছে, কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে রাতভর ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বয়ে গেছে, যদিও ঝড়ের অবস্থান এখনও অনেক দূরে। ঝড়টি এর মধ্যে শক্তি ক্ষয় না করলে এর ধ্বংসলীলা হতে পারে মারাত্মক।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পরিস্থিতিকে ‘চ্যালেঞ্জিং’ বলে বর্ণনা করেছেন এবং সবাইকে সতর্ক
থাকার আহ্বান জানিয়েছেন। গোল্ড কোস্টের ভারপ্রাপ্ত মেয়র ডোনা গেটস পরিস্থিতি ভীতিকর’ বলে বর্ণনা করেছেন। ঝড়ের প্রবল তা-বের আশঙ্কা করা হচ্ছে গোল্ড কোস্টে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন