ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

অপরাধীদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হতে হবে: রিজভী

IMG
10 March 2025, 9:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘স্বৈরাচার বিরোধী সকলকে আবারও অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘নারী নির্যাতন বেড়েছে। অনেক ক্ষেত্রেই নারীরা অনিরাপদ বোধ করছে। নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধে অপরাধীদের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেখানে গণতন্ত্রমনা মানুষ, রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী, ছাত্র সংগঠনসহ সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে।’

মাগুরায় এক শিশু ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে র‌্যালিটি কাকরাইল নাইটেঙ্গল রেস্তোরাঁর মোড় হয়ে নয়া পল্টনে গিয়ে শেষ হয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমি সরকারের প্রতি বলতে চাই, অতি দ্রুততম সময়ের মধ্যে আছিয়ার ওপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধী, ধর্ষক, দস্যুদের হৃদ কম্পন তৈরি হয়।’

রিজভী বলেন, ‘আছিয়া জন্য সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘটনার পর দ্রুত গতিতে নারী নেত্রীদের হাসপাতালে পাঠিয়েছেন।’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব প্রশ্ন রেখে বলেন, ‘এখন তো স্বৈরাচার নেই। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাহলে কেনো এসব ঘটনা ঘটছে? প্রশাসনে কারা? আমরা অনেকবারই বলেছি, কোনো দিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি আপনার প্রশাসন ঠিক হয়। প্রশাসন ঠিক থাকলে এটি হতো না।’

সভাপতির বক্তব্যে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘আমরা সরকারের উদ্দেশে বলব, আপনারা আছিয়ার ধর্ষকদের বিচার করুন। আমরা এর বিচার চাই। আছিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই। এরা নারী নামের কলঙ্ক। এই কতিপয় নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি। সুতরাং আমি মনে করি, এই নারীকে ফাঁসিতে ঝোলানো দরকার। আমরা আছিয়ার বোনের শ্বশুর, আছিয়ার স্বামীর ফাঁসি চাই।’

তিনি আরও বলেন, গতকাল (রোববার) ইয়েমেনে শিশু বাচ্চাকে ধর্ষণের দায়ে দুই জনকে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ স্বচক্ষে এ দৃশ্য দেখেছে। আমরা বাংলাদেশেও এমন নজির দেখতে চাই। জনগণের সামনে মাগুরার এই ধর্ষকদের ফাঁসি কার্যকর করা হোক। আমরা জেলখানায় এর বিচার চাই না, আমরা জনসমক্ষে এর বিচার চাই।

রিজভী বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছেই, তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ দেয়, তারা যদি এসপিকে নির্দেশ দেয়, তারা যদি ডিসি-এসপির ঘরে বসে থাকে তাহলে আইন প্রয়োগ হবে কি করে?

ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্রদের অনুরোধ করবো আপনারা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা শিক্ষা ব্যবস্থাকে আরও কীভাবে মজবুত করা যায়, আরও কীভাবে শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায় এসব নিয়ে ভাবুন, কাজ করুন।

মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীনুর নার্গিসের সঞ্চালনায় সমাবেশে মহিলা দলের সহ-সভাপতি হালিমা আরলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আখতার শানু, মহানগর উত্তরের সভানেত্রী রুমা আখতার, দক্ষিণের সদস্য সচিব লুনা লায়লা প্রমুখ বক্তব্য রাখেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন