ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে ওসিসহ তিন কর্মকর্তাকে মারধর

IMG
11 March 2025, 2:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মধ্যরাতে রাজধানীর পল্লবী থানায় ঢুকে ওসিসহ তিন কর্মকর্তাকে মারধর করেছেন আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। পরে হামলাকারীসহ (২৩) চার যুবককে আটক করে পুলিশ। সোমবার রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম জানান, রাত ২টার কিছুক্ষণ আগে ওই যুবক থানায় এসে বলেন, এই এলাকায় একটি মার্ডার হয়েছে তা পুলিশ জানে কিনা। উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। ‘পুলিশ এটা নিয়ে লুকোচুরি করছে’ উল্লেখ করে যুবকটি বলে ডিউটি অফিসার এ ঘটনা জানে। পরবর্তীতে ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যান তিনি। একপর্যায়ে তার পরিচয় জানতে চাইলে যুবকটি তাকে মারধর শুরু করেন। এএসআই নাসির ঠেকাতে এলে তার একটি আঙ্গুল ভেঙে দেন ওই যুবক। সেকেন্ড অফিসার এলে তার কপালে ঘুষি মারেন। এতে কপাল ফুলে যায়। পরে তাকে আটক করা হয়।


ওসি জানান, আটকের পর ওই যুবক জানান, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে, জানায় গাজীপুর থেকে ঘুরতে এসেছেন তারা। পরবর্তীতে ওই তিনজনকেও থানায় আনা হয়।


ওসি নজরুল ইসলাম আরও জানান, আহত অবস্থায় এএসআই নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে এক্সরে করে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন