ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ ১৫ মার্চ বিশ্ব পঙ্গু দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। আমাদের দেশে পঙ্গুত্বের একটি বড় কারণ হল সড়ক দুর্ঘটনা। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, দেশে প্রতি বছর কমপক্ষে ১০ থেকে ১২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন। যার বেশির ভাগই সড়ক দূর্ঘটনায় আহত।
জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য মতে, বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত হয়ে বছরে প্রায় লাখের বেশি রোগী এ প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সেবা নেয় জরুরি বিভাগ থেকে। তার মধ্যে ৪০০ থেকে ৫০০ জন পঙ্গুত্ব বরণ করেন। বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চেয়ে পঙ্গুত্বের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি।
নিরাপদ সড়ক ও চালক সচেতনতা নিয়ে সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ, কর্মসূচি চালু রয়েছে। তবুও সড়ক দূর্ঘটনার পরিমাণ হ্রাস পাচ্ছে না। তবে পঙ্গুত্বের অনেক কারণ রয়েছে। কারণগুলোকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে বলা যায়, জন্মগত ত্রুটি এবং মনুষ্যসৃষ্ট কারণে পঙ্গুত্ব বরণ করছেন দেশের মোট জনসংখ্যার গুরত্বপূর্ণ একটি অংশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com