ঢাকা      মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
শিরোনাম
  • চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
  • তিনদিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
  • খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: নরেন্দ্র মোদি
  • চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
  • বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী তিন দিন রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী

IMG
18 March 2025, 4:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তাদের দল গঠনে জামায়াতের কোনো ভূমিকা নেই।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন দলের সাথে জামায়াতের সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায়, তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি, তাই আমার মনে হয় তারা ধারণা করেছে ছাত্র হিসেবে তা সম্ভব নয়, তাই দল গঠন করেছে।

মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক দল সরকারে যাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু চেয়ারে বসে সেটা পালন করে না। সেটা অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো অতীত ইতিহাসকে খুব ভালোভাবে মাথায় রেখেছে। এজন্য তারা সরকার বা যেকোনো রাজনৈতিক দলের নীতিকথার ওপর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি আদায়ের জন্য সম্ভবত তারা নিজেরাই দল গঠন করেছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বড় দল যেখানে কোনো বিবাদ নেই, মতভেদ নেই, চেয়ার ভাঙাভাঙি নেই। তার কারণ সংগঠন যাকে মনে করে তাকেই মনোনয়ন দেয় এবং সকলে তা মেনে নেন। যে আসনে যাকে মনোনয়ন দিলে আসনটি দলকে উপহার দিতে পারবে তাকেই দল মনোনয়ন দিয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো পরিবারতন্ত্রের সুযোগ নেই। সংসদ নির্বাচনে দল যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিয়েছে। আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না তাই দল যাকে যে আসনে মনোনয়ন দিয়েছে সে আসনেই থাকবে। সংগঠনে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই।

জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ। এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন