ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠেয় ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষে গঠিত ‘ঢাকা টিম’ সদস্যদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে শনিবার রাজধানীর গুলশানে এই সভা অনুষ্ঠিত হয়।
‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভায় ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুল মোনায়েম মুন্না, হাবিবুর রশীদ হাবিব, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির উপস্থিত ছিলেন। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com