এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ ৬ মাসের যাত্রা। টানটান উত্তেজনা। অবশেষে এলো বহু প্রতিক্ষীত সেই মুহূর্ত। ঘোষিত হলো ইন্ডিয়ান আইডল ১৫-এর বিজেতার নাম। গুঞ্জনই সত্যি, সর্বাধিক ভোট পেয়ে বিজেতার মুকুট পরলেন পশ্চিমবঙ্গের মেয়ে মানসী ঘোষ। পাইকপাড়ার মেয়ের হাতে উঠলো এই জনপ্রিয় মিউজির রিয়েলিটি শো-র ট্রফি। দ্বিতীয় স্থান অধিকারীও পশ্চিমবঙ্গ থেকে, আর তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী। হ্যাঁ, ঠিকই শুনছেন ইন্ডিয়ান আইডল-১৫-এ ‘পানওয়ালা’ খ্যাত গায়কই হয়েছেন ফার্স্ট রানার আপ। আর তৃতীয় স্থানে রয়েছেন স্নেহা শঙ্কর। আজ রোববার রাতে প্রচারিত অনুষ্ঠানে বিজয়ীর মুকুট পরেই চোখে পানি এসে যায় মানসীর। বিজেতা হিসাবে ট্রফি ছাড়াও তিনি পেয়েছেন ২৫ লাখ টাকার নগদ পুরস্কার ও একটি গাড়ি।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল-১৫-এর গ্র্যান্ড ফিনালেতে সেরা ৬ ফাইনালিস্টদের মধ্যে ৩ জনই হলেন বাঙালি। ফাইনালে মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত ছাড়াও বাকি যে ৩ জন উঠে এসেছেন স্নেহা শঙ্কর, চৈতন্য দেবাদে (মাউলি), অনিরুদ্ধ সুস্বরাম। তবে এই ৬ জনের মধ্যে লড়াইয়ে অবশেষে বিজয়ীর খেতাব জিতেছেন পাইকপাড়ার মানসী।
এদিকে, তৃতীয় হলেও ইতিমধ্যে বলিউডের ছবিতে প্লেব্যাক করার সুযোগ পেয়েছেন স্নেহা শঙ্কর। টি-সিরিজের মালিক ভূষণ কুমারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বলাই বাহুল্য, এটা তাঁর জীবনের অন্যতম সেরা সাফল্য।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com