ঢাকা      বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান
  • ঢাকায় তারেক রহমান
  • বাংলাদেশের পথে তারেক রহমান
  • আসছে তারেক, মাতবে দেশ : শহীদ জিয়ার বাংলাদেশ
  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আজ সকাল ১১ টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

IMG
19 April 2025, 11:19 AM

খুলনা, বাংলাদেশ গ্লোবাল: খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারপিট এবং চাঁদাবাজির ঘটনায় খুলনার সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মারপিট ও চাঁদাবাজির ঘটনায় আটকের পর নগরীর সোনাডাঙ্গা থানায় ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বাদী হয়ে একটি মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলার অন্য আসামিরা হলেন খুলনা সিটি কলেজের সাবেক ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ ও সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি। এর আগে, বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই ৪ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ওই ৪ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন - তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস। আমাদের দুই লাখ টাকা দিতে হবে। সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করা হয় এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের রিং, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময় সুমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, আটক ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন