ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ধানমন্ডি থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, রাত ১০টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও পথচারীরা মিজানুরকে আটক করেন। পরে তাকে নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন সাংবাদিকদের জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com