স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি সুযোগ তৈরিতে আধিপত্য দেখালো আর্সেনাল। তাদের আক্রমণের ঝাপটা সামলে পিএসজি উপহার দিলো উজ্জীবিত পারফরম্যান্স। দুই অর্ধে ফরাসি ক্লাবটি দু'বার খুঁজে পায় জালের ঠিকানা। অনেক সুযোগ হাতছাড়া করা মিকেল আর্তেতার শিষ্যরা শেষদিকে ব্যবধান কমালেও তা কাজে এলো না। দুই লেগেই জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট পেলো প্যারিস সেন্ট জার্মেই।
বুধবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল। গত সপ্তাহে আগের লেগে ইংলিশ ক্লাবটিকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে ঠাঁই মিলেছে তাদের। এর আগে ২০১৯-২০ মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় বায়ার্ন মিউনিখের কাছে হেরে তারা হয়েছিল রানার্স আপ।
প্রথমার্ধে স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যাওয়া পিএসজি দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির লক্ষ্যভেদে। মাঝে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। এরপর ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা জাল কাঁপালেও ঘুরে দাঁড়ানো হয়নি আর্সেনালের।
ম্যাচের ৫৪ শতাংশ সময় বল পায়ে রাখা গানাররা গোলমুখে ১৯টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি। অন্যদিকে, পিএসজি গোলপোস্টে ১১টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে।
আগামী ১ জুন মিউনিখে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল। সেখানে অধরা শিরোপার স্বপ্নে বিভোর পিএসজির প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। আরেক সেমিতে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের অগ্রগামিতায় বার্সেলোনাকে পরাস্ত করেছে তারা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com