ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান শাসিত কাশ্মীরের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় ভারতীয় গুলিবর্ষণের ফলে কমপক্ষে ছয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারীও রয়েছেন।
আজ শুক্রবার সকালে পাকিস্তান শাসিত কাশ্মীর সরকার ক্ষয়-ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদনে প্রকাশ করে। এতে বলা হয়েছে যে, গোলাবর্ষণের ফলে দু'টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। প্রতিবেদন অনুসারে, নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহত ২৯ জনের মধ্যে নয়জন নারী এবং তিনজন শিশু রয়েছে।
এই প্রতিবেদন অনুসারে, বুধবার ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় পাকিস্তান শাসিত কাশ্মীরে মোট ১৭ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। এছাড়াও ১৩৯টি আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com