ঢাকা      শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ভারতের কাশ্মীর আর পাঞ্জাবেও বিস্ফোরণের শব্দ

IMG
10 May 2025, 1:08 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, তিনি নিজে এবং সঙ্গী ক্যামেরাম্যান বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শুনেছেন, আর আকাশে ঝলকানি দেখতে পেয়েছেন।

তিনি আরও বলেন, “ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে, ড্রোন হামলা হচ্ছে। ড্রোনগুলো ধ্বংস করার প্রচেষ্টা চলছে। পুরো শহরে ব্ল্যাক আউট চলছে।“

অন্যদিকে, পাঞ্জাবের অমৃতসর শহর থেকে বিবিসির সংবাদদাতা জানান, “শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। একই সঙ্গে ড্রোন দেখাও যাচ্ছে। বিমানবাহিনীর ঘাঁটির কাছে গুলির শব্দও শোনা গেছে। তবে কর্মকর্তারা বলছেন, এই হামলায় কারো মৃত্যুর খবর নেই।“

ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বিবিসির আরেক সংবাদদাতা জানান, “শ্রীনগর আর অবন্তীপুরায় বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। কাশ্মীরের বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ নেই।“

এদিকে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ অঞ্চল থেকে বিবিসির সংবাদদাতা জানান, “পুঞ্চে গতকাল আর আজ গোলাগুলি চলছে, যাতে একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন।

জম্মুতে বিবিসির সংবাদাতা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে, রাতে সেখানেও বিস্ফোরণ হয়েছে। তার কথায়, “এলাকাটা অস্বাভাবিক রকম চুপচাপ। মানুষ ঘরে রয়েছেন। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা হতেই পরিস্থিতি বদলে গেছে।“

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন