ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে, রুবিও উভয় পক্ষকে পরিস্থিতির উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানান।
আসিম মুনিরের সাথে ফোনালাপের বিষয়ে রুবিও বলেছেন "ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা" শুরু করতে যুক্তরাষ্ট্র সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে, এস জয়শঙ্করের সাথে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com