ঢাকা      সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

রাতে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ (ভিডিও)

IMG
19 May 2025, 10:40 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের একটি ম্যাচ খেলেও ফেলেছে দু'দল। শনিবারের ম্যাচ ২৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লিটন দাসের দল। জানা গেছে, সিরিজে একটি বাড়তি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

আজ সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২১ মে আরও একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আজকের ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে।

এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন