নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার যেসব গুণ থাকা উচিত; সবগুলোই আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মধ্যে ছিল। স্থানীয় সময় রোববার (১৮ মে) রাতে লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন, আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি - আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো তার অবস্থান থেকে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতোটুকু সম্ভব, সেটুকু করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, আজ যারা এখানে বক্তব্য রেখেছেন, তাদের কথাগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়- কোকো কিছু না কিছু ভালো কাজ করে গেছে। সে কারণে একজন বড় ভাই হিসেবে আমি অত্যন্ত গর্ব অনুভব করি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশের শিক্ষাটাবে একটু ভিন্নভাবে সাজাতে চাই। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় শুধু লেখাপড়াকেই গুরুত্ব দিতে চাই না। শিক্ষার সঙ্গে ক্রীড়াকে যুক্ত করতে চাই। খেলাধূলা করলে ব্রেনে রক্ত চলাচল বৃদ্ধি পায়।
তিনি বলেন, আমার খুব ইচ্ছে, ঢাকা শহরের ১০০টি ওয়ার্ড রয়েছে। সেখানে কমপক্ষে দু'টি ওয়ার্ডের মাঝে এক টুকরো সবুজ গড়বো। যেখানে বাচ্চারা খেলাধুলা করবে এবং নাগরিকরা বুক ভরে শ্বাস নেবে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না; পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এ জন্য আমরা স্কুল থেকেই ক্রীড়াবিদসহ বিভিন্ন পেশার মেধাবীদের খুঁজে বের করে তাদের নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, আরও অন্যান্য ক্রীড়ার মাধ্যমে যেন বিশ্ব বাংলাদেশকে চেনে এমন উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়।
আগামীতে দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার প্রত্যয়ের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ট্যালেন্ট হান্টের মাধ্যমে আগামীতে খেলোয়াড় বের করে আনা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com