ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে আজ বুধবার (২১ মে) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।
ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। সেদিন ৯ জুনের টিকিট পাওয়া যাবে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ([https://railapp.railway.gov.bd](https://railapp.railway.gov.bd)) থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথমবারের মতো টিকিট সংগ্রহের জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং মোবাইলে পাওয়া ওটিপি দিয়ে যাচাই করতে হবে। সঠিকভাবে তথ্য দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে।
টিকিট কাটতে ওয়েবসাইটে লগইন করে যাত্রার তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং ট্রেনের শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্রেনের নাম, আসন পরিস্থিতি ও সময় দেখা যাবে। সিট খালি থাকলে পছন্দের আসন বেছে নিয়ে ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে ক্লিক করে ভিসা, মাস্টার কার্ড বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ই-টিকিট ডাউনলোড হয়ে যাবে। সেই সঙ্গে যাত্রীর ই-মেইলে টিকিটের কপি পাঠানো হবে।
টিকিটের প্রিন্ট কপি ও বৈধ ফটো আইডি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো কাগজের টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রেলওয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com