ঢাকা      রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

IMG
23 May 2025, 11:35 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সাথে বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি ও রয়টার্স। বর্তমানে হার্ভার্ডের ২৭ শতাংশ শিক্ষার্থীই বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত। এর আগে, গত মাসে 'প্রশাসনের কথা মতো কাজ না করলে' বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিলের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি হার্ভার্ডের জন্য অর্থ বরাদ্দও বাতিল করে দেশটির সরকার।

প্রশাসনের সর্বশেষ এই উদ্যোগকে 'বেআইনি' বলে অভিহিত করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় প্রশাসন হাজারো শিক্ষার্থীর পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বলেছে, এই পদক্ষেপে ক্যাম্পাস ও সামগ্রিকভাবে আমেরিকা, উভয়ই ক্ষতির শিকার হবে। এক শিক্ষার্থী এএফপিকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার মধ্যে 'আতংক' বিরাজ করছে। নানা কারণে হার্ভার্ডের ওপর রেগে আছেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডের বিরুদ্ধে চলমান অভিযানে নতুন মাত্রা যোগ করেছে। ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত এই আইভি লিগ বিশ্ববিদ্যালয়টি ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হার্ভার্ড কিছু বিদেশি ভিসাধারী শিক্ষার্থীর তথ্য দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই সরকারের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ট্রাম্পের দাবি, এই বিশ্ববিদ্যালয়টি ইহুদি বিদ্বেষ ও উদার 'ওক' চিন্তাধারাকে উৎসাহিত করে। তিনি চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ভর্তি, কর্মকর্তা ও কর্মী নিয়োগে সরকার নজরদারি করবে। কিন্তু এসব দাবি মানতে রাজি হয়নি হার্ভার্ড।

বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সক্ষমতা হারিয়ে বড় আকারে আর্থিক ক্ষতির মুখে পড়েছে হার্ভার্ড। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন বাবদ লাখো ডলার উপার্জন করে বিশ্ববিদ্যালয়টি। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ আইভি লিগ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে গতকাল হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম একটি চিঠি পাঠিয়ে জানান, 'হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিসিটর (সেভিস) প্রোগ্রাম সার্টিফিকেশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন