নরসিংদী, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের সব পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (২৩ মে) সকালে নরসিংদীতে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সকল পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু তা না হওয়ায় শহীদ আরমানের সন্তানকে এতিমখানায় থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকারসহ অনেকেই ক্ষমতার স্বাদ পেয়েছেন; তাদের কাছে আন্দোলনে শহীদদের তালিকা নেই কেনো?
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন-এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন। এসময় শহীদ আরমান মোল্লার স্ত্রীর খোঁজ-খবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয় অসহায় এই পরিবারের প্রতি এবং শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com