শাকিল মোল্লা, কুমিল্লা: নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রস্তাবিত ইসলাম বিদ্বেষী ধারাসমূহ বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার (২৩ মে) বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতের কুমিল্লা মহানগর শাখা এ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
কুমিল্লা মহানগর হেফাজতের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম বলেন, ৯০ ভাগ মুসলমানদের দেশে কোরআন-সুন্নাহ বিরোধী নারী কমিশনের সুপারিশ কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com