ঢাকা      রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

ছুটির দিনেও আজ অফিস খোলা

IMG
24 May 2025, 10:48 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারি ও ব্যাংক কর্মচারীদের জন্য শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ তার ব্যতিক্রম। আজ খোলা রয়েছে সরকারি অফিস ও ব্যাংক। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নির্ধারিত ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় আজ শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অফিস খোলা রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশ অনুযায়ী আজ (২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রয়েছে।

এর আগে, গত ৭ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে ঈদুল আজহার জন্য ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির এ পরিকল্পনার অংশ হিসেবেই ১১ ও ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে-এই দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটির সুবিধাজনক ব্যবস্থাপনায় আগেভাগেই ছুটির এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন