ঢাকা      রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

স্ত্রীর পরকীয়া ধরতে হোটেলের ফুটেজ চান ভারতীয় সেনা কর্মকর্তা, ‘না’ বললো আদালত

IMG
24 May 2025, 2:22 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন স্ত্রী। এমনই অভিযোগ দেশটির সেনাবাহিনীর আরেক মেজরের। স্ত্রীর পরকীয়া প্রমাণে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই আরজি খারিজ করে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, দুই সাবালকের গোপনীয়তার অধিকার রয়েছে। তাই হোটেল বুকিংয়ের তথ্য কিংবা সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ তৃতীয় কোনো পক্ষ দেখতে চাইতে পারে না। বিচারক বৈভব প্রতাপ সিংহ এ-ও জানান যে, মামলায় অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিকের নাম উল্লেখ নেই। কিন্তু তাঁদেরও আদালতে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। দুই প্রাপ্তবয়স্কের অনুমতি ছাড়া হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া যেতে পারে না বলে জানিয়ে দেন বিচারক।

২০১৮ সালে সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে বিচারক জানান, আধুনিক ভারতে লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার কোনো স্থান নেই। প্রেমিককে বেছে নেওয়ার অধিকার মেয়েদের নেই— এমন ধারণাকে আগেই নস্যাৎ করে দিয়েছে আদালত। লিঙ্গ সাম্যের বিষয়টি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-তেও প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন