ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আগামীকাল রোববার সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। আজ শনিবার রাতে সংগঠনের সদস্য সচিব কাজী মেরাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছাত্র-জনতা ও জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন দিনের পর দিন ফ্যাসিস্ট আওয়ামী দোসরমুক্ত জনপ্রশাসনের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আসছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com