ঢাকা      রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

বিএনপিকে জুনের মধ্যেই নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

IMG
25 May 2025, 12:01 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই দেশে নির্বাচন আয়োজনের কথা বিএনপিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সব দলই তাদের আস্থার কথা জানিয়েছে। প্রধান উপদেষ্টাও তার অধীনে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এতে সমর্থন দিয়েছে।

শফিকুল আলম বলেন, বিএনপি নেতাদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে। উনি (প্রধান উপদেষ্টা) এক কথার মানুষ। উনি যেটা বলেন, সেই কথা রাখেন।

উপদেষ্টাদের পদত্যাগ দাবির বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজনের পদত্যাগের কথা বলেছেন বিএনপির প্রতিনিধিরা, আমরা শুনেছি।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয়। তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে। এ সময় চলতি মাসেই জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া শুরু হবে বলেও উল্লেখ করেন শফিকুল আলম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন