ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হয় বৈঠক। বৈঠকের প্রথম ধাপে প্রধান উপদেষ্টা কথা বলেছেন ১০ রাজনীতিবিদের সাথে। সন্ধ্যা ৬টার পর আমন্ত্রিত অন্যান্য নেতারাও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন।
প্রথম ধাপের বৈঠকে অংশ নেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বেশ কয়েকজন নেতা।
দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা।
এর আগে, গতকাল শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com