স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে স্বাগতিকরা।
জবাবে ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। এর মধ্যে অধিনায়ক লিটন দাস করেন ৪৮ রান। জাকের আলি করেন ৩৬ রান। ম্যাচে ৫ উইকেট নেন পাকিস্তানি বোলার হাসান আলি।
অন্যদিকে, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করেন সালমান আঘা। শাদাব খান করেছেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com