ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শিরোনাম

ঢাকা ছাড়ছেন ঈদে ঘরমুখো মানুষ (ভিডিও)

IMG
04 June 2025, 12:46 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঈদুল আজহা ৭ জুন। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখনও যাত্রীদের চাপ অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক কম। তবে আজ বুধবার শেষ অফিস হওয়ায় বিকাল থেকে যাত্রীদের চাপ বাড়বে।

সাধারণত ঈদের সময় বাস টার্মিনালগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। তবে এবার সেক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। যাত্রীদের কেউ অতিরিক্ত ভাড়া বা ভোগান্তিতে পড়েননি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দু’দিন আগে যাত্রী চাপ কিছুটা বাড়তে পারে।তবে এখন পর্যন্ত যাত্রীরা স্বস্তিতে রয়েছেন।

বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও চাপ নাই টিকিট কাউন্টারে। আজ সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী বাস কাউন্টার সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

প্রতিটি বাস কাউন্টারের সামনে ও ভিতরে রয়েছে অপেক্ষামান যাত্রী। যারা সবাই অনলাইনে টিকিট কেটেছেন। ভিন্ন চিত্র টিকিট কাউন্টারে, যেখানে কোনো ভিড় নেই।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন