স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ ৫৫ মাস পর ঘরের মাঠে ফিরে যেন দারুণভাবেই নতুন শুরু করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ সন্ধ্যায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় ভুটানকে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই দারুণ এক গোল করে আলো ছড়িয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী।
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দূরপাল্লার এক শটে স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ সোহেল রানা। সব মিলিয়ে নতুন সাজে সেজে ওঠা ঢাকার এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ফুটবলের ঘরে ফেরাটা ছিল স্মরণীয় ও আবেগঘন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com