ঢাকা      রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

ঢাকায় ফুটবল উৎসব, বাংলাদেশের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো সিঙ্গাপুর (ভিডিও)

IMG
11 June 2025, 1:32 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ছিলো উৎসবমুখর পরিবেশ। গ্যালারি ছিলো কানায় কানায় পূর্ণ। লাল-সবুজের পতাকায় ঢেকে গিয়েছিলো স্টেডিয়াম। তবে মাঠের খেলায় সেই উৎসবে জল ঢেলে দিয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে অতিথি দলটি।

ম্যাচে বাংলাদেশের সবচেয়ে আলোচিত পারফরমার ছিলেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। তিনি প্রথমার্ধে তিন থেকে চারটি গোলের সুযোগ তৈরি করলেও গোল আদায়ে ব্যর্থ হন তাঁর সতীর্থরা। একজন ফিনিশারের অভাব স্পষ্ট হয়ে ওঠে।

বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে সিঙ্গাপুরের সং ইয়ং গোল করে গ্যালারি স্তব্ধ করে দেন। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইকশান ফান্দি।

জোড়া গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আক্রমণে গতি আনে। তার ফলও মেলে। ৬৮ মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

গোলের পর উৎসাহিত হয় গ্যালারিও। সমতা ফেরানোর আশায় একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা-শমিতদের।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন