ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক। তবে, তারা সবাই বিমানের যাত্রী নাকি তাদের কেউ কেউ ঘটনাস্থলে অবস্থান করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্যও জানিয়েছেন তিনি।
তবে আশ্চর্যজনকভাবে বিমানের এক যাত্রীকে জীবিত পাওয়া গেছে। ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কমিশনার বলেছেন, বিশোয়াস কুমার রমেশ নামে ওই ব্রিটিশ নাগরিক বিমানটির ১১এ নম্বর আসনে বসেছিলেন।
এদিকে, মৃতদেহগুলো শনাক্ত করার প্রক্রিয়াও চালু হয়েছে আহমেদাবাদে। গুজরাট স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ধনঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন, যেসব যাত্রীর দেহ শনাক্ত করার অবস্থায় নেই, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, এমন আত্মীয় অর্থাৎ বাবা-মা অথবা সন্তানের ডিএনএ সংগ্রহ করা হবে সিভিল হাসপাতালে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com