ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি নামে একজনকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সম্প্রতি রকি নামে একজনকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়। সেই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আজ সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com