ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের হ্যনান প্রদেশের নানইয়াং শহরের সিসিয়া কাউন্টিতে ভারি বৃষ্টিপাতের কারণে দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার স্থানীয় জরুরি প্রতিক্রিয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।
সোমবার সিসিয়া কাউন্টির দুইটি টাউনশিপে মোট ২২৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যার ফলে বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বাসিন্দা আটকা পড়েন।
বৃষ্টির পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং দু'জনকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com