স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের মূল কারিগর জোড়া গোলদাতা ঋতুপর্ণা চাকমা। ম্যাচ শেষে ঋতুপর্ণার প্রশংসা করেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
ঋতুপর্ণাকে নিয়ে তিনি বলেন, 'এই মেয়ের (ঋতুপর্ণা) আরও উচ্চ মানের লিগে খেলার সামর্থ্য আছে। সবাই সেটা জানে বলে আমি মনে করি। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে লিগ হয় না, সেজন্য ভুটানে লিগে গিয়ে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লিগে খেলা উচিত। সে চতুর/সাহসী ও কঠিন এক মেয়ে। এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগত খোলা আছে। আমি চাই সে সামনে এগিয়ে যাক, আরও বড় পর্যায়ে খেলুক কারণ সে এটার যোগ্য।'
ঋতপর্ণার পাশাপাশি দলের সকল ফুটবলারকেই তিনি আজকের জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন। কোচের পরিকল্পনা সকল খেলোয়াড়ই মাঠে দারুণভাবে বাস্তবায়ন করেছেন। বাটলার বলেন, 'আমাদের একটি পরিকল্পনা ছিল এবং সেজন্য নিখুঁতভাবে প্রস্তুতি নিয়েছি। তবে আমরা যেভাবে খেলেছি, যেভাবে প্রস্তুতি নিয়েছি, তারা তাদের পাসিং ফুটবলটা মেলে ধরতে পারেনি। তাদের টেকনিক্যালি ভালো খেলোয়াড় থাকলেও কেবল এক-দুবার আমাদের সমস্যায় ফেলতে পেরেছে। সত্যি বলতে আমার খেলোয়াড়দের পুরো কৃতিত্ব দিতে হবে। রক্ষণে তারা বেশ ভালোভাবে সামাল দিয়েছে এবং খেলার সবচেয়ে কঠিন ও পরিশ্রমী কাজটি করেছে। তারা খুবই ভালো খেলেছে।'
মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ খেলা মূলত নিশ্চিতই। এরপরও পিটার বাটলারের পেশাদার আচরণ, 'আমাদের বিনয়ী হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কারণ কাজ এখন অর্ধেক শেষ হয়েছে, পুরোটা নয়। আমাদের পরের প্রতিপক্ষকে (তুর্কমেনিস্তান) সম্মান জানাতে হবে। বাহরাইন-মিয়ানমারের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, ঠিক সেভাবেই প্রস্তুতি নেবো।'
গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক সময় রেফারির সিদ্ধান্ত খেলার মোড় বদলে দেয়। আজকের ম্যাচে রেফারিং নিয়ে অত্যন্ত সন্তুষ্ট বাংলাদেশ কোচ, 'অফিসিয়ালরা যেভাবে ম্যাচটি সামলেছে তা দুর্দান্ত। মিয়ানমারের খেলোয়াড়দের দ্বারা প্রভাবিত হয়নি। আমরা চাই সঠিক চেতনা নিয়ে খেলতে। আমি চাই না আমার খেলোয়াড়েরা অযাচিতভাবে পেনাল্টি আদায়ের চেষ্টা করুক। আমি সেভাবে কাজ করি না। সেদিক থেকে রেফারিরা দুর্দান্ত ছিল। লাইন্সম্যানরাও ঠিক কাজ করেছেন। সব সিদ্ধান্ত সবসময় সঠিক হবে না। তবে এর মধ্যে একটিও পেনাল্টি ছিল বলে আমার মনে হয় না।'
দেশকে জিতিয়েও বেশ বিনয়ী ঋতুপর্ণা। তিনি ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, 'বাংলাদেশে যেহেতু আমরা কষ্ট করে সারা বছর এতো অনুশীলন করি, তাই লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ জিতে কোয়ালিফাই করা। এখনো আমাদের একটা ম্যাচ আছে। সেই ম্যাচে যদি আমরা ভালো ফল আনতে পারি, তাহলে অবশ্যই উদযাপন করবো।'
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com