ঢাকা      বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শিরোনাম

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস রাশেদ গ্রেফতার

IMG
03 July 2025, 5:04 PM

কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক সচিব (পিএস) ও তার চাচাত ভাই রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাশেদের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে নিয়োগ, বদলি, ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া এবং এনজিওর প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে প্রতারণা এবং টাকা আত্মসাতের অভিযোগে ‘পাশ বাংলাদেশ’ নামে একটি এনজিও'র নির্বাহী পরিচালক খ ম আলী সম্রাট একটি মামলা করেন। কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা বিচারাধীন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতারের তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। রাশেদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার স্হায়ী বাসিন্দা। তিনি ঢাকা এবং রংপুরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ফলে তিনি এতোদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে চিলেন।

পুলিশ জানায়, আজ দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেফতার করা হয়েছে। রাশেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন