ঢাকা      শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

IMG
04 July 2025, 4:27 PM

পাবনা, বাংলাদেশ গ্লোবাল: পাবনার সাঁথিয়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং সামনের ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ দুর্ঘটনায় বাসের আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মো. আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকার মনসুর আলী (৪০)।

পুলিশ জানিয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন