ঢাকা      শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
শিরোনাম

শ্রীলঙ্কায় রোমান্টিক মুডে মিম ও সনি

IMG
05 July 2025, 1:47 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একটু ফুরসত মিললেই বেরিয়ে পড়েন তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারের ঈদে স্বামী সনি পোদ্দারকে নিয়ে তিনি ঘুরতে যান শ্রীলঙ্কায়। তাদের বেড়ানোর বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

শ্রীলঙ্কা সফরে মিম ঘুরে বেড়িয়েছেন সমুদ্র সৈকত ও পাহাড় থেকে জঙ্গলে। ইতোমধ্যে তিনি পোস্ট করেছেন চা বাগানে ঘুরে বেড়ানোর ছবি। বিদ্যা সিনহা মিমের ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা। ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে কয়েক হাজার।

এই সফরে মিম আর সনি চেপেছিলেন শ্রীলঙ্কার ট্রেনে। দেশটির জনপ্রিয় শৈল শহর এলার এই ট্রেন সফর পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ট্রেনে বেশ রোমান্টিক মুডে দেখা যায় মিম ও সনিকে।

অনেক দিন থেকেই বড় পর্দায় নেই মিমের সিনেমা। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সর্বশেষ দেখা যায় তাঁকে। এরপর কেবল ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘মিশন হান্টডাউন্ট’-এ দেখা গেছে মিমকে।

মিম জানিয়েছেন, ২০২২ সালে ‘পরাণ’ হিট হওয়ার পর অনেক ছবির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু চিত্রনাট্য বা চরিত্র পছন্দ না হওয়ায় অনেক ছবিই ফিরিয়ে দেন তিনি। ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মিম। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন