ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় বেঁচে থাকা মানুষদের উদ্ধারে শত শত উদ্ধার কর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত বন্যায় ১৫ শিশুসহ মারা গেছেন অন্তত ৪৩ জন। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেছেন, 'প্রত্যেককে না পাওয়া পর্যন্ত কাজ চলমান আছে ও চলবে'।
কাউন্টি কর্মকর্তারা জানান, নদীর কাছে ক্রিশ্চিয়ান ইয়ুথ ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ২৭ শিশুকে এখনো পাওয়া যায়নি। কিছু অভিভাবক সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাদের শিশুদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, সপ্তাহের শেষে আরেকটি আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
শনিবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, উদ্ধার অভিযান আরও জোরদার করতে তিনি একটি দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন, কর্মকর্তারা এ ঘটনার শিকার প্রতিটি ব্যক্তির অবস্থান খুঁজে পেতে বিরামহীন কাজ করে যাবেন।
তারা জানিয়েছেন, গুয়াডালুপে নদীর উপর ও নীচে সবদিকেই উদ্ধারকারীরা যাবেন; যাতে কেউ যদি বন্যার পানিতে ভেসে যায়, তাকেও যেন উদ্ধার করা যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তার প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে।
তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, টেক্সাসে সপ্তাহের শেষে আবারো বন্যা হতে পারে। এতে ৫-১২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এর আগে শুক্রবারের বৃষ্টির কারণেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার মানুষ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com