ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
শিরোনাম

বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে পিএসজির প্রতিপক্ষ রিয়াল

IMG
06 July 2025, 4:31 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বায়ার্ন মিউনিখকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের শেষ চারে উঠেছে পিএসজি। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হার মেনেছে বরুসিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।

শনিবার রাতে বায়ার্নকে ২-০ গোলে হারায় লুইস এনরিকের পিএসজি। প্রথমার্ধের শেষ দিকে ভয়াবহ চোট পেয়ে মাঠ ছাড়েন বায়ার্ন ফরোয়ার্ড জামাল মুসিয়ালা।

৭৮ মিনিটে বায়ার্নের জালে বল জড়ান ডিজেরি দুয়ে। চার মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার উইলিয়ান জোয়েল পাচো।
এরপর ৯২ মিনিটে লাল কার্ড দেখেন থিও হার্নান্দেজ। পিএসজিকে নয়জনের দল পেয়েও গোল দিতে পারেনি বায়ার্ন। উল্টো ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি ঠোকেন দেম্বেলে।

অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। গনজালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল।

ইনজুরি টাইমে শুরু হয় নাটক। এই সময়ে গোল পাল্টা গোল, পেনাল্টি, লাল কার্ড, নাটকীয় সেভে ম্যাচ জমে ওঠে। যদিও শেষ হাসি তোলা ছিল রিয়ালের জন্য।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন