ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে রোববার (৬ জুলাই) রাত ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ সোমবার (৭ জুলাই) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের মসজিদে বাইতুল ফিরদাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এক ফেসবুক পোস্টে জামায়াতের আমীর জানান, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। إنا لله وإنا إليه راجعون। আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন-এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা'য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা'য়ালা তাঁর এই বান্দির প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাঁকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন। সকলের কাছে সেই দো'য়াই আমরা প্রত্যাশা করি।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com