ঢাকা      বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
শিরোনাম

সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন

IMG
08 July 2025, 11:37 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে, সোমবার বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শরীক হন। এর আগে, বিকেলে গুলশান লেকপাড়ে তার মরদেহ সকলের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা গত ৫ জুলাই রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এ টি এম. শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্ম গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন