বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর গত ২ এপ্রিল সব দেশের ক্ষেত্রে বর্ধিত শুল্ক জারির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর তা তিন মাস স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি। সোমবার ১৪টি দেশকে চিঠি পাঠিয়ে ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্য সমঝোতা না হলে আরো বেশি শুল্ক অবশ্যম্ভাবী।
আগামী ১ আগস্ট থেকে এই নতুন হারে শুল্ক চালু হবে বলে জানিয়েছে হোয়াট হাউস। এরই মধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে বলে সেদেশের নেতাদের চিঠি দিয়ে জানান ট্রাম্প।
ট্রাম্পের এই ঘোষণার প্রভাব সরাসরি পরেছে ওয়াল স্ট্রিটে। এসঅ্যান্ডপি ৫০০ ইন্ডেক্সে শূন্য দশমিক ৭৯ শতাংশ পতন হয়েছে। ডাও নেমেছে ৪২২ পয়েন্ট। নাসডাক কম্পোসিট পড়েছে শূন্য দশমিক ৯২ শতাংশ। বিগত তিন সপ্তাহের মধ্যে স্টক মার্কেটে এটি সবচেয়ে খারাপ দিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ার বাজার অবশ্য এখনো স্থিতিশীল। তবে মিয়ানমার, মালয়েশিয়া, কাজাখস্তান, লাওস এবং দক্ষিণ আফ্রিকাতেও ২৫ থেকে ৪০ শতাংশ শুল্ক ধার্য হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের উপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এখনো পর্যন্ত ১৪টি দেশে ট্রাম্পের চিঠি পৌঁছেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com