রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকা থেকে টাঙ্গাইলের মীর্জাপুরে ডাকাতি মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন: নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ তানভীর ওরফে ইব্রাহিম (৩০) ও চাঁপানবাবগঞ্জের মহারাজপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে আমিনুল মোমেনীন (৩১)। আমিনুলকে রাজশাহীর মোহনপুর থানার বসন্তকেদার (বিধিরপুর) নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ মে টাঙ্গাইলের মির্জাপুর থানার ধেরুয়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর কতিপয় ডাকাত দলের সদস্য নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সমবেত হয়ে একটি মাইক্রো সহকারে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দু'জন ডাকাতকে আটক করলেও দলের মূলহোতাসহ ৫/৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের দেহ তল্লাশি করে এক জোড়া পুলিশের হ্যান্ডক্যাপ সহ পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার ডাকাত দলের নেতাসহ এজাহারনামীয় মিলন ও আমিনুলকে রাজশাহীতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন যাবত দলবদ্ধ হয়ে ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মহাসড়কসহ বিভিন্ন এলাকায় নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com