ঢাকা      বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
শিরোনাম

আবরারের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ

IMG
08 July 2025, 9:57 PM

কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা শহীদ ইয়ামিনের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা–আকাঙ্ক্ষা, আধিপত্য আগ্রাসন বিরোধী আশা–আকাঙ্ক্ষা, সেই আশা–আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাবো।’ আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি।’

এর আগে, দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে শহরের এনএস রোডে জুলাই পদযাত্রা শুরু করেন এনসিপি নেতা-কর্মীরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা হাত নেড়ে সড়কের দুই পাশের মানুষকে শুভেচ্ছা জানান। পরে পদযাত্রাটি থানা মোড় হয়ে পাঁচরাস্তার মোড়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা–আকাঙ্ক্ষাকে ধারণ করি। সেই চেতনাকে ধারণ করি।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারতো না। তখন ইসলাম ধর্ম ও বাংলাদেশের পক্ষে কথা বলামাত্রই তাঁকে হত্যা করা হতো, নির্যাতন করা হতো। শহীদ আবরার ফাহাদ সেই সময়ে মুখ খুলেছিলেন।’

কুষ্টিয়ায় পদযাত্রা শুরুর আগে বুয়েটে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সেখানে তাঁরা আবরার ফাহাদের বাবা-মার সঙ্গে কথা বলেন তাঁরা।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার ডান হাতে শহীদ আবরার ফাহাদের কবরের মাটি দেখিয়ে বক্তব্যে বলেন, ‘প্রিয় কুষ্টিয়াবাসী, এই তো আমার হাতে শহীদ আবরার ফাহাদের কবরের মাটি। এই বাংলাদেশের মাটি। এই বাংলাদেশকে আমাদের শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ আবরার ফাহাদের কবরের মাটির শপথ, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন