ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত ২০২৪ সালের গণঅভ্যুত্থান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাইলফলক। এই অর্জনের সম্মান রক্ষা ও দেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফার বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র এক বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিক জানান, আগামী ১৯ জুলাই (শুক্রবার) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় সমাবেশ। এ আয়োজন সফল করতে সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্ত ও ঘামে রচিত আন্দোলন ছিল ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা হলো জামায়াতের ঘোষিত ৭ দফা। তাই জাতীয় সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় দায়িত্ব।’
ডা. শফিকুর রহমান দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের দেশবাসীকে সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের এসময় উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com