স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শ্রীলঙ্কা সফরে গিয়ে ব্যর্থতার ধারাই বহাল থাকলো বাংলাদেশের। টেস্টের পর হারলো ওয়ানডে সিরিজও। আজ মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের সঙ্গে পাত্তাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল।
কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে ধুঁকতে বাংলাদেশ করতে পারে ১৮৬ রান। ম্যাচ হারে ৯৯ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com