ঢাকা      বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
শিরোনাম

স্বাভাবিক জীবনে ফিরছেন নুসরাত ফারিয়া

IMG
08 July 2025, 11:00 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তখন জানা গিয়েছিল, তিনি গুরুতর অসুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। নিজের ফেসবুকে বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

নতুন ছবি পোস্ট করে তেমন কিছু লেখেননি নুসরাত ফারিয়া। তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্তরা। অনেকেই তাঁকে শুভ কামনা জানিয়েছেন। শাড়িতে যে তাঁকে সুন্দর লাগে, সে কথাও লিখেছেন অনেকে।

নুসরাত ফারিয়াকে সবশেষ পর্দায় দেখা যায় গত ঈদুল ফিতরে, ‘জ্বীন ৩’ ছবিতে। সিনেমাটি সেভাবে আলোচনায় না থাকলেও এ ছবির গান ‘কন্যা রে’ হিট হয়।

নুসরাত ফারিয়া অভিনীত কোলকাতার একটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। এছাড়া তাঁর নতুন কাজের কথা শোনা যায়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন